প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:৩৩ পি.এম
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক- ৪

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের হাসান সড়কে গিয়ে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনীর রেললাইন এলাকা থেকে ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে ছাত্রলীগের ব্যানার ও কয়েকটি ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। মিছিলকারীরা ‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে’ এবং ‘শেখ হাসিনা ফিরবে’—এমন স্লোগান দেয়। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
স্লোগানে অংশগ্রহণকারীরা নিজেদের ‘শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ’ বলেও দাবি করে। পুরো মিছিলটি ১০ মিনিটেরও কম সময় স্থায়ী হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের চিহৃ বয়ে বেড়াচ্ছে লাখ-লাখ নিরপরাধ মানুষ। কিন্তু স্থানীয় প্রশাসনের গাফিলতির সুযোগে তাদের নিষিদ্ধ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস পাচ্ছে।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন ভোরের বাণী-কে জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং ৪ জনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin