প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:০৯ পি.এম
গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার-পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়, যেখানে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
সভাটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজ। তিনি চলমান পরিবার পরিকল্পনা কার্যক্রমের উন্নয়নে ফিল্ড পর্যায়ে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এস এম আরমান। তাঁরা সভায় উপস্থিত স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও সমন্বয় সভার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন গোপালগঞ্জ সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) স্বপন কুমার ধর, বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী, পরিবার-পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin