প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৯:৪৭ এ.এম
রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ১৪টি দেশে সুনামি সতর্কতা

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় ওশেনিয়া অঞ্চলের তিনটি দেশে — পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুতে — সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৮, যা ভূকম্পনের দিক থেকে অত্যন্ত শক্তিশালী হিসেবে বিবেচিত।
বুধবার (৩০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) এসব দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে।
পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে জানানো হয়, “আপনি যদি উপকূলীয় এলাকায় অবস্থান করেন এবং অস্বাভাবিক স্রোত অথবা শক্তিশালী ও দীর্ঘস্থায়ী কম্পন অনুভব করেন, তবে অবিলম্বে উঁচু স্থানে সরে যান।”
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমুদ্রসৈকত, উপকূলীয় অঞ্চল কিংবা নদীর ধারে যাওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখুন খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও গুরুত্বপূর্ণ নথিপত্র।”
রাশিয়ায় সংঘটিত এই ভূমিকম্পের প্রভাবে শুধু ওশেনিয়া নয়, বিশ্বের অন্তত ১৪টি দেশ ও অঞ্চল ইতিমধ্যেই সুনামি সতর্কতায় রয়েছে। এর মধ্যে রয়েছে: রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া (কানাডা), মেক্সিকো, পেরু, ইকুয়েডর ও নিউজিল্যান্ড।
বিশ্বব্যাপী এই সুনামি সতর্কতা কার্যকর থাকায় সংশ্লিষ্ট দেশগুলোতে উপকূলীয় অঞ্চলে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এতটা শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সৃষ্টি হওয়ার আশঙ্কা অস্বাভাবিক নয়।
বর্তমানে ওশেনিয়া অঞ্চলের দেশগুলোতে জারি করা সতর্কতা বলবৎ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সময়মতো হালনাগাদ বার্তা প্রকাশের আশ্বাস দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin