লালমোহনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ভোলার লালমোহনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSIs) স্কিম ও সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতায় আয়োজিত হলো শ্রেষ্ঠ শিক্ষার্থী ও এইচএসসি সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় লালমোহন উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, লালমোহন এবং জেলা শিক্ষা অফিস, ভোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব খন্দকার ফজলে গোফরান।
আরও উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আকলিমা বেগম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এই পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা একাডেমিক অর্জনের পাশাপাশি সৃজনশীলতা, উপস্থিতি ও নিয়মিত পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহ আজিজ বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে এ ধরনের পারফরমেন্স ভিত্তিক অনুপ্রেরণা জরুরি। এই প্রোগ্রাম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে।”
বিশেষ অতিথি খন্দকার ফজলে গোফরান বলেন, “বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। PBGSIs ও SEDP এর মতো কার্যক্রমের মাধ্যমে সেই প্রচেষ্টা আরও গতিশীল হচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে এমন উদ্যোগকে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।
উল্লেখ্য, PBGSIs স্কিমের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়নের ভিত্তিতে অনুদান প্রদান করা হচ্ছে, যা প্রতিষ্ঠানগুলোকে মানোন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নিতে সহায়তা করছে।