প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৬:৩৫ এ.এম
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ১০ হাজার ২শত পিস বার্মিজ ইয়াবাসহ ১ নারী আটক

গত ২৮শে জুলাই ২০২৫ তারিখ ১১.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে কক্সবাজার রিজিয়নের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল কর্তৃক গোয়ালিয়া চেকপোষ্টে অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক সিএনজি আটক করা হয়।
আটককৃত যাত্রী কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং এফডিএমএন ক্যম্প-০২ এর ব্লক -ডি ৪ এর এবাদুুল্লাহ'র স্ত্রী নজুমা বেগম (৩৫) কে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে।
পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩০,৬০,০০০/-(ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা) মূল্যের ১০ হাজার ২ শত পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এতথ্য নিশ্চিত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin