প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৬:৩২ এ.এম
নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টি ব্যবসায়ী কে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে দই ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, ২৮ শে জুলাই (রবিবার) বেলা সাড়ে ১১ টায় বুড়ইল ইউনিয়নের বীরপলী বাজারে দই-মিষ্টি'র দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদনের অপরাধে বীরপলী গ্রামের মোবারক হোসেনের ছেলে লুৎফর রহমান (৫৫) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮) ধারা মোতাবেক ৩০০০/- টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু। ওই সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin