এক কাপ চা’। টাকা দিয়ে আমাকে কিনতে পারবে না

নরসিংদীতে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করতে গিয়ে অবিশ্বাস্য সততার নজির স্থাপন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ার।
নরসিংদীতে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করতে গিয়ে গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, “লাগে আমাকেও খাওয়ার মানুষ না, এমন আজও কেউ একজন চা-ও খাওয়াতে পারেনি।”
তিনি আরও বলেন, “আই লিটারেলি মিন ‘এক কাপ চা’। টাকা দিয়ে আমাকে কিনতে পারবে না, কোনো মায়ের গর্ভে এমন সন্তানের জন্ম হয়নি। পুরা চাকরি জীবন একটিও অবধারিত প্রাপ্তি গ্রহণ করেই প্রমাণ দিচ্ছি। প্রয়োজনে চাকরি ছেড়ে কাগমলা দিয়ে বাকি জীবন অতিবাহিত করব।”
তার এই বক্তব্য সৎ পুলিশের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস পুনরুদ্ধারের এক অসাধারণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।