প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১০:১২ এ.এম
“সাংবাদিকতার আলো নিভে গেল… বিদায় এস. মিজানুল ইসলাম স্যার”

বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্ষীয়ান সাংবাদিক এস. মিজানুল ইসলাম আর নেই। আজ সকাল ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকা এস. মিজানুল ইসলাম ছিলেন একজন নীতিনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তিনি শুধু একজন সংবাদকর্মীই ছিলেন না, ছিলেন একজন আদর্শবান মানুষ, যিনি বানারীপাড়ার সাংবাদিক সমাজকে নেতৃত্ব দিয়েছেন বহু বছর।
এস. মিজানুল ইসলাম স্থানীয় ও জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনার জন্য তিনি ছিলেন সকল মহলে প্রশংসিত। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের অধিকার, ন্যায়বিচার এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে সদা সোচ্চার ছিলেন।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন পরিবারপ্রেমী মানুষ। সামাজিক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ ছিল সক্রিয়। তার মৃত্যুতে স্ত্রী, সন্তান, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠন শোকবার্তা প্রকাশ করেছে। bhorerbani.com.bd পরিবারের পক্ষ থেকেও মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সাংবাদিক এস. মিজানুল ইসলামের প্রয়াণে শুধু বানারীপাড়া নয়, গোটা দক্ষিণাঞ্চলের সাংবাদিক সমাজ হারাল এক প্রেরণাদায়ী অভিভাবক। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin