প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৯:৩০ এ.এম
শেরপুরের সাবেক কাউন্সিলর শুভ ইমরান আশুলিয়া থেকে গ্রেফতার

বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ ইমরান (৩০) কে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শেরপুর শহরের উলিপুর নতুন পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিঃ মোঃ তোফাজ্জল হোসেন জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তিনি সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অদ্য ২৮ জুলাই রাত্রি ০৪.০০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় শুভ ইমরানকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে শেরপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
গ্রেফতারের পর তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin