প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৯:২৫ এ.এম
নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩৯ বিজিবির অধীনস্থ রামচন্দ্রকুড়া ও গোবরাকুড়া বিওপি সদস্যদের পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৫ লাখ ৭৯ হাজার ৮ শত টাকা।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুইদিনব্যাপী চালানো পৃথক অভিযানে ১ লাখ পিস ভারতীয় জিলেট ব্লেড ও ৩ হাজার ১৯২ পিস কাবেরী মেহেদী জব্দ করা হয়েছে। পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৯ বিজিবি সূত্রে আরও জানা যায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে আনার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
স্থানীয় প্রশাসন ও বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং চোরাকারবারি রোধে নিয়মিত অভিযান চলমান থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin