কলাপাড়ায় পূর্বাভাসভিত্তিক বার্তা প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম বার্তা প্রস্তুতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) কলাপাড়া উপজেলা পরিষদের কনফারেন্স রুম ‘পায়রা’য় এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী।
জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে, রিজিওনাল ইনটিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড ইয়ার্নিং সিস্টেম (রাইমস)-এর কারিগরি সহায়তা এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জাগোনারীর প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের কর্মকর্তা সঞ্চিতা হালদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস মজুমদার, প্রকল্প কর্মকর্তা মোকছেদুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য ও প্রান্তিক কৃষকরা।
কর্মশালায় দুর্যোগকালীন ঝুঁকি বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস মূল্যায়ন, ঝুঁকিভিত্তিক বার্তা তৈরির কৌশল, সম্ভাব্য প্রভাব পর্যালোচনা, আগাম পরিকল্পনা ও অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায় প্রতি বছরই ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবে, সময়োপযোগী ও সঠিক পূর্বাভাসভিত্তিক বার্তা জনগণের কাছে পৌঁছানো গেলে প্রাণহানি ও সম্পদহানি অনেকটাই রোধ করা সম্ভব।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগগুলোর করণীয় নির্ধারণ করেন এবং তা উপস্থাপন করেন। আলোচনায় উঠে আসে— কীভাবে পূর্বাভাসভিত্তিক বার্তা দ্রুত কমিউনিটি পর্যায়ে পৌঁছানো যায় এবং প্রাতিষ্ঠানিকভাবে কী ধরনের প্রস্তুতি জরুরি তা চিহ্নিত করা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্টু, সহকারী প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌসী ও মো. রহমতউল্লাহ।