প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৮:৪২ এ.এম
ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-দুদকের অভিযান

ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ মে) সকাল থেকে দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপসহকারী পরিচালক জাহেদ আলম এবং কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস মিয়া।
দুদক সূত্রে জানা গেছে, জনগণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে হাসপাতালের নানা অনিয়ম ও অসঙ্গতির সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে — রোগীদের সঙ্গে ডাক্তার ও নার্সদের অসদাচরণ, নিম্নমানের খাবার পরিবেশন, পর্যাপ্ত ওষুধের ঘাটতি, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক কর্মকর্তারা জানান, "জনগণের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"
তারা আরও জানান, অভিযান শেষে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক-মশিউদ্দৌলা রুবেল, ফেনী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin