প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:৩৪ পি.এম
নাইজেরিয়ার নাইজার রাজ্যে নৌকাডুবিতে ২৫ জনের প্রাণহানি

নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) মুনিয়া অঞ্চল থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হওয়া নৌকাটি শিরোরো এলাকায় ডুবে যায়।
তাৎক্ষণিক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে বহু যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই স্থানীয় বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নাইজার রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে। নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছে উদ্ধারকারী দল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ায় বর্ষাকালে এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী বোঝাই, দুর্বল নৌযান এবং খারাপ আবহাওয়া – এসবই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উঠে আসে। দেশটির নদী ও হ্রদভিত্তিক গণপরিবহন ব্যবস্থায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin