প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৮:৩৩ এ.এম
গোপালগঞ্জ পিটিআইয়ে দুর্নীতির চিত্র উদঘাটন, দুদকের অভিযানে মিলল প্রাথমিক প্রমাণ

গোপালগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।
সোমবার, ১৯ মে সকাল ১১টায় গোপালগঞ্জ ঘোনাপাড়া মোড়ে অবস্থিত পিটিআইতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন সোহেল।
অভিযোগের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযানকালে দেখা যায়, পিটিআইয়ের ইন্সট্রাক্টরদের উপকরণ বিতরণ সংক্রান্ত রেজিস্ট্রার ১ অক্টোবর ২০১৯ সালের পর থেকে হালনাগাদ করা হয়নি। পরীক্ষণ বিদ্যালয়ের স্লিপ বরাদ্দেও অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়াও ২০২৩-২৪ অর্থবছরে ইউপিএস ক্রয়ের ক্ষেত্রেও অনিয়মের তথ্য পাওয়া গেছে।
দুদক সূত্র জানায়, এসব অনিয়মসহ অভিযানে সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে সেখানে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক- মোঃ সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin