প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৮:৩৪ এ.এম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিনব কায়দায় ডাকাতি: এক ঘরে আগুন, অন্য ঘরে লুটপাট

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে শনিবার (২৬ জুলাই) রাতে সংঘটিত হয়েছে এক অভিনব ও চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টার দিকে ডাকাতদল প্রথমে ইমরান শেখের টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে এলাকায় হঠাৎ আতঙ্কের সৃষ্টি হয়। সবাই যখন আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত, ঠিক সেই সময় প্রবাসী আফজার শেখের বিল্ডিংয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায় ডাকাতরা। তারা মূল্যবান মালামালসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা এবং খবর দেয় টুঙ্গিপাড়া থানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।
স্থানীয়দের দাবি, এ ধরনের সংঘবদ্ধ ও পরিকল্পিত ডাকাতির ঘটনা টুঙ্গিপাড়ায় এর আগে দেখা যায়নি। এতে এলাকার মানুষজন চরম আতঙ্কে রয়েছে। শিশু, নারী ও বয়স্কদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি জানান, “ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।”
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ডাকাতি শুধু ডাকাতি নয়, এটি এক ধরনের মানসিক সন্ত্রাস। আগুন লাগিয়ে আতঙ্ক তৈরি করে অন্য ঘরে ডাকাতি চালানো একটি কৌশলগত অপরাধ। এমন অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে টুঙ্গিপাড়ায় বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin