প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৮:২২ এ.এম
পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম

সততা, পরিশ্রম এবং স্বপ্ন—এই তিনটি গুণের উপর ভিত্তি করেই গড়ে ওঠে একটি জাতির ভবিষ্যৎ। এমনই এক প্রেরণাদায়ক বক্তব্য দিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩” প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, “জীবন সবসময় সহজপথে চলে না। ব্যর্থতাও জীবনের অংশ। তবে ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অদম্য মেধা, স্বপ্ন আর সাহসই একদিন পৌঁছে দেবে সাফল্যের শিখরে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অ্যাডমিনিস্ট্রেশন) আবু নাছের মোঃ খালেদ, বিপিএম। স্বাগত বক্তব্য রাখেন এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন।
প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি অভিভাবকদের ভূয়সী প্রশংসা করে বলেন, “পুলিশ সদস্যরা দায়িত্বের কারণে সন্তানদের সময় দিতে না পারলেও তাদের সন্তানরা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। এটা একটি নীরব বিপ্লব।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহাজাদা মোঃ আসাদুজ্জামান এবং ডিএমপির কনস্টেবল মোঃ হযরত আলী। কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এসএসসি উত্তীর্ণ মোঃ নওরোজ ইসলাম যুবরাজ এবং এইচএসসি উত্তীর্ণ ইয়ানা আঞ্জুম।
পুলিশ প্রধান বলেন, “আমি চাই আমাদের সন্তানেরা হোক আদর্শ দেশপ্রেমিক, মানবিক এবং কর্মনিষ্ঠ নাগরিক। তারা হোক সম্ভাবনার আলো।”
অনুষ্ঠানের শুরুতে ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin