প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৮:১৯ এ.এম
সাতক্ষীরা আশাশুশি খাজরা ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন। শনিবার (২৬ জুলাই) বিকেলে কাপসন্ডা বাজারে আয়োজিত এ সম্মেলন পরিণত হয় এক উৎসবমুখর রাজনৈতিক মিলনমেলায়। স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ এবং নেতৃত্ব পুনর্গঠনের মাধ্যমে সম্মেলনটি তৃণমূল রাজনীতিতে নবজাগরণের বার্তা দেয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদুর হক মুন্না, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সম্মেলনে ৯টি ওয়ার্ডে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় দলের শপথ পাঠ করেন নতুন সদস্যরা। বক্তারা দলীয় শৃঙ্খলা, সংগঠনের কার্যক্রম জোরদার এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থান দৃঢ় করার ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মাসুম বিল্লাহ শাহীন বলেন, “বিএনপিকে শক্তিশালী করতে হলে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে। কমিটি গঠনে ব্যক্তিগত স্বার্থ নয়, সংগঠনের দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠা বিবেচনায় নেওয়া উচিত।” তিনি আরো বলেন, “এই ওয়ার্ড কমিটিই হবে ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতৃত্বের ভিত্তি। যারা দায়িত্ব পাবেন, তারা যেন সাধারণ নেতাকর্মীদের পাশে থেকে দলের কর্মসূচি বাস্তবায়ন করেন।”
সম্মেলনের বক্তারা আরও বলেন, এই কমিটিগুলো যেন কোনোভাবেই গ্রুপিং, চাঁদাবাজি বা অছাত্র-অযুবদের দ্বারা প্রভাবিত না হয়। সবাইকে দলের নীতি ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষভাগে করতালি ও স্লোগানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin