রাঙ্গামাটির বিলাইছড়িতে সারাদেশের মতোই ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে এই শপথ পাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঢাকার ওসমানী মিলনায়তন থেকে সরাসরি সম্প্রচারিত কেন্দ্রীয় আয়োজনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিলাইছড়িও অংশ নেয় জাতীয় এই কর্মসূচিতে।
অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নির্ধারিত সময়েই সারাদেশের সঙ্গে একযোগে উপস্থিত সবাই দাঁড়িয়ে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ পাঠ করেন। পরে জুলাই আন্দোলনের একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়, যেখানে আন্দোলনের পটভূমি, লক্ষ্য ও সামাজিক পরিবর্তনের প্রত্যাশা তুলে ধরা হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মামুনুল হক। উপস্থিত ছিলেন বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে সাইকা, বিলাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ জনগণ, বিলাইছড়ি কলেজের শিক্ষকগণ ও স্থানীয় সাংবাদিকরা।
ইউএনও মুহাম্মদ মামুনুল হক বলেন, জুলাই পুনর্জাগরণ শুধু স্মৃতিচারণ নয়, এটি মূল্যবোধ পুনরুদ্ধার ও দায়িত্বশীল সমাজ গঠনের অঙ্গীকার। তিনি আরও উল্লেখ করেন, সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং আইনের শাসন নিশ্চিত করেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব।
স্থানীয় অংশগ্রহণকারীরা মনে করেন, এমন শপথ পাঠ মানুষের মাঝে সুশাসন, সামাজিক ন্যায়, মানবিকতা ও নাগরিক দায়িত্ববোধের নতুন বার্তা পৌঁছে দেয়। তারা আশা প্রকাশ করেন, এই অঙ্গীকার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।