“দেশকে না চিনেই সংস্কারের কথা? ভোলায় মেজর হাফিজের প্রশ্ন—এভাবে কি চলে দেশ!”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-০৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, “যারা বাংলাদেশকে দেখেননি, দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেন না, তারা এখন একের পর এক সংস্কারের প্রস্তাব দিয়ে যাচ্ছেন।”
তিনি বলেন, এসব সংস্কারের মধ্যে অন্যতম হলো পিআর (Proportional Representation) পদ্ধতির প্রস্তাব, যেখানে ভোটাররা সরাসরি কোনো প্রার্থীর চেহারা বা যোগ্যতা না দেখে কেবল দলকে ভোট দেবেন। অথচ বিএনপি চায়, জনগণ যেন ব্যক্তি পর্যায়ে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারে।
শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরও বলেন, “অনেক রাজনৈতিক দল বলছে, ভোট ব্যক্তিকে নয়, দলকে দেওয়া হবে। অথচ একজন মানুষ কী কাজ করেছে, জনগণের জন্য কী অবদান রেখেছে, সেটাই বিবেচ্য হওয়া উচিত। বিএনপি সেই মূল্যবোধে বিশ্বাস করে।”
তিনি দাবি করেন, বিএনপি ও তাদের সমমনা দলগুলো ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করলেও, সেই উপদেষ্টা পরিষদ জনগণের কল্যাণে ব্যর্থ হয়েছে। যারা আন্দোলনে আহত হয়েছেন, তাদের কোনো খোঁজ নেয়া হয়নি, মূল্যায়ন তো দূরের কথা।
তার ভাষায়, “আমরা ১৬ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। চেষ্টা করেছি জনগণের অধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে। কিন্তু যারা সংস্কারের কথা বলেন, তারা জনগণের দুঃখ-কষ্ট বোঝেন না।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্ক। সঞ্চালনা করেন সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক.ম. কুদ্দুসুর রহমান।
সম্মেলনের উদ্বোধক ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ। এছাড়াও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন ও সদস্য সচিব রাইসুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে লালমোহন উপজেলা ও পৌর বিএনপির নতুন নেতৃত্ব গঠিত হয়।
নির্বাচিতরা হলেন:
  • উপজেলা সভাপতি: মো. জাফর ইকবাল
  • উপজেলা সাধারণ সম্পাদক: মো. শফিকুল ইসলাম বাবুল
  • পৌরসভা সভাপতি: মো. সাদেক মিয়া জান্টু
  • পৌরসভা সাধারণ সম্পাদক: মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী