প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ১:০২ পি.এম
ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে : আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, "নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়—এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা।"
শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হিউম্যান রাইটস সোসাইটির ১১তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে মানবাধিকার চর্চায় আইনগত চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে। পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতে আমাদের সক্রিয় থাকতে হবে।”
আসিফ নজরুল তার বক্তব্যে বলেন, “শুধু আইন দিয়ে সব কিছু হয় না, প্রতিষ্ঠানগুলোকে বদলাতে হবে। নিজের খাসলত বা মানসিকতা পরিবর্তন করা ছাড়া সমাজে কোনো স্থায়ী পরিবর্তন আসবে না।”
সম্মেলনে মানবাধিকার প্রতিষ্ঠায় শিক্ষাব্যবস্থা, প্রশাসনিক সংস্কার ও সচেতন নাগরিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin