প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৮:২৬ এ.এম
মাইলস্টোন ট্রাজেডি : চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকালে দুই ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মৃত্যুবরণ করেন।
এ নিয়ে এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে।
নিহতদের একজন ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩)। অপরজন স্কুলের নারী কর্মচারী মাসুমা বেগম (৩৮)। তাঁরা দুজনই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, সকাল ৯টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় জারিফ ফারহান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। জারিফের বাবার নাম হাবিবুর রহমান। তাদের আদি বাড়ি রাজবাড়ীতে হলেও তারা রাজধানীর উত্তরায় বসবাস করতেন।
অন্যদিকে, সকাল ১০টা ৪৫ মিনিটে মারা যান স্কুলের কর্মচারী মাসুমা বেগম, যাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি উত্তরা এলাকায় থাকতেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাত পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৩৩ জন। আজ দুজনের মৃত্যুর পর সংখ্যাটি বেড়ে ৩৫-এ দাঁড়াল। মৃতদের মধ্যে দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা দগ্ধ হন। আহতদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin