গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায়: কাশিয়ানী থানায় নতুন মামলা, আসামি ৩৩৭ জন

মো: সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ১৬ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৮৭ জনের এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
এই নতুন মামলার ফলে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা-সংক্রান্ত মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১টি। এসব মামলায় মোট আসামির সংখ্যা বেড়ে হয়েছে ১০,১৮৩ জন। এর আগে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুর থানায় দায়ের হওয়া ১০টি মামলায় আসামি করা হয়েছিল ৯,৮৪৬ জনকে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এনসিপির সমাবেশে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি, সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন ঘটানো, সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ১৬ জুলাই কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। সেই সঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, এই সহিংসতার নেতৃত্বে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের শান্তিপূর্ণ সমাবেশ বানচাল করতেই এই পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১৬ জুলাইয়ের ঘটনায় সংঘর্ষে ৫ জন নিহত হন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।