প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৮:০৯ এ.এম
বাকৃবিতে গ্রীন ভয়েসের ‘মেঘের আড়ালে’ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ষাবরণ উপলক্ষে অনুষ্ঠিত হলো পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মেঘের আড়ালে’। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমতলায় আয়োজিত এই অনুষ্ঠানটি শুধু বিনোদন নয়, ছিল পরিবেশ সচেতনতা এবং সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন।
বর্ষার সৌন্দর্য আর প্রকৃতির ছোঁয়া যেন পুরো আয়োজনকে ঘিরে রেখেছিল। শিশুদের হাসি, ঢোলের বোল আর মেঘের ছন্দে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠানিকতা। একে একে মঞ্চে উঠে আসে নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও পরিবেশকর্মীরা। তাদের পরিবেশনায় প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এবং সচেতনতার বার্তা ছিল স্পষ্ট।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. হুমায়ূন কবির এবং মাওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক শরীফ-আর-রাফি। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক শাকিল কবির, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পারিকা মুস্তাফা পুন্যসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল বাকৃবি সাংবাদিক সমিতি।
সাংস্কৃতিক পরিবেশনাগুলোতে বাংলার ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্য, বাউল গান ও আধুনিক উপস্থাপনা ছিল দর্শকদের নজরকাড়া। পাশাপাশি ছিল পরিবেশবান্ধব খাবার, গাছের চারা ও হস্তশিল্পের স্টল। আয়োজন ছিল মজার খেলাধুলার, যেখানে জয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছ।
সবচেয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ছিল প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছ বিতরণ। এসময় প্রায় দেড় শতাধিক গাছ শিক্ষার্থী ও দর্শকদের মাঝে বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এমন সচেতনতামূলক কার্যক্রমে তারা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছেন।
অনুষ্ঠান শেষে গ্রীন ভয়েস বাকৃবি শাখার সভাপতি ইফরান ইউসুফ শিহাব বলেন, “এই বর্ষাবরণ শুধুই উৎসব নয়, এটি প্রকৃতিকে ভালোবাসার এক আহ্বান। ‘মেঘের আড়ালে’ ছিল আত্মজাগরণের সন্ধ্যা, যেখানে গান আর নৃত্যের ছন্দে প্রকৃতি প্রতিটি মানুষের অনুভবে এক নতুন উপলব্ধি হয়ে ধরা দেয়।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin