প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৫:৪৭ এ.এম
আসুন ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি- ব্যারিস্টার খোকন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। দেশকে টিকিয়ে রাখতে জামায়াত, এনসিপিসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাই—আসুন, দেশকে বাঁচাতে হবে। দেশে স্থিতিশীলতা আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খালিদ বিন ইসলাম মিহিরের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরাও সংস্কার চাই। তারেক রহমান ২০২৩ সালে যে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, অর্থনীতি ও রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে সংস্কার আনবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যদি রাজনীতি করতে হয়, নিজেকে সৎ রাখতে হবে। থানায় দালালি করা যাবে না, সালিশ বাণিজ্য চলবে না।
পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস বা জমি দখলের মতো অপরাধে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও মইন ইউ আহমেদ বলেছিলেন, তারেক রহমান হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। অথচ তারা ১৭-১৮ বছর ক্ষমতায় থেকেও তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। এতে প্রমাণ হয়, তারেক রহমান একজন সৎ ব্যক্তি।
প্রয়াত বিএনপি নেতা খালিদ বিন ইসলাম মিহিরের স্মৃতিচারণ করে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যেমন সৎ ছিলেন, মিহিরও ছিলেন তেমনি একজন আদর্শবান রাজনীতিক।
খিলপাড়া ইউনিয়ন বিএনপি নেতা তারেক বিন ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, লিয়াকত আলী ভুট্টো, আনিস আহমেদ হানিফ।
এছাড়াও ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, মাহমুদুল হাসান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ উন নবী বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ জালাল, যুবদল নেতা ফয়েজ মোল্লা, রবিউল আউয়াল সজিব, সিরাজুল ইসলাম প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin