শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী মহিলা দল

ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে মাহেরীনের পিত্রালয়ে পৌঁছায়।
মাহেরীনের স্বামী, দুই সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান নেতাকর্মীরা। এ সময় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
মহিলা দলের সঙ্গে সফরসঙ্গী ছিলেন জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, জলঢাকা পৌর মহিলা দলের সভাপতি নাসরিন আকতার ববি এবং লালমনিরহাট জেলা সভাপতি রোজী বেগম প্রমুখ।
পরে প্রতিনিধি দলটি বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কবরস্থানে গিয়ে মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। সেখানে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
দলীয় সভানেত্রী আফরোজা আব্বাস বলেন,
“শিক্ষিকা মাহেরীন শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন একজন গর্বিত মা ও সত্যিকারের বীর নারী। নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করেছেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশ কখনো ভুলবে না।”
উল্লেখ্য, মাহেরীন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। তাঁর এই মর্মান্তিক মৃত্যু জাতীয় রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছে।