ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় বাকেরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর যুবদল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ মাগরিব বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজনে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
দোয়ার পূর্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাজ্জেল হোসেন সিকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজা খান, পৌর যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শওকত খান, আবুবকর পাভেল এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মিথুন।
বক্তারা বলেন, “এই দুর্ঘটনা শুধু ঢাকা নয়, সমগ্র দেশকে শোকাহত করেছে। যারা প্রাণ হারিয়েছেন, তারা আমাদের ভাই-বোন। এই দায় কেউ এড়াতে পারে না।” বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব অহিদুল ইসলাম। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় নিহতদের স্মরণ করেন।
পটভূমি হিসেবে উল্লেখযোগ্য, গত সোমবার (২২ জুলাই ২০২৫) উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ চলাকালে একটি বিমান ভেঙে পড়ে। আইএসপিআর জানায়, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ৩১ জন নিহত ও অন্তত ১২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল, ফলে শিক্ষার্থীদের হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।
এই মর্মান্তিক ঘটনা সারাদেশে শোকের ছায়া ফেলেছে। অনেকেই মনে করছেন, প্রশিক্ষণ কার্যক্রম এমন স্থানে না করাই উচিত যেখানে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।