ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের শুভাগমনকে কেন্দ্র করে এক শুভেচ্ছা র্যালির আয়োজন করেছে লালমোহন উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে এ র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে র্যালিটি শুরু হয় লালমোহন উপজেলা রোডে অবস্থিত মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে থেকে। র্যালিটি লালমোহন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।
পথসভায় বক্তব্য রাখেন লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রেজাউর রহমান শাহিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মোদার্রেছীন-এর উপজেলা সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আদিল উদ্দিন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারী, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলে উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন মনু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, উপজেলা জামিয়াতুল মোদার্রেছীন-এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তরুণ প্রভাষক ফোরামের সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এম রিয়াজ উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মো. সাদিদ হাওলাদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
পথসভার সঞ্চালনা করেন ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষক নেতৃবৃন্দের ঐক্যের দৃপ্ত বার্তা।