প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৫:২৭ এ.এম
ববিতে জুলাই শহিদদের স্মরনে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের নামে অমৃত লাল দে কলেজ অ্যাসোসিয়েশনের চাঁদাবাজি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) "শহীদ স্মৃতি শর্টপিচ টুর্নামেন্ট" আয়োজনের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে অমৃত লাল দে কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে ঘুরে ঘুরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে গণহারে চাঁদা তোলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয়ে আরও কয়েকজন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে গিয়ে একটি চিঠি ধরিয়ে দিয়ে আর্থিক অনুদান দাবি করছেন। এ দৃশ্য অনেক শিক্ষক ও কর্মকর্তাকে বিব্রত অবস্থায় ফেলে দেয়।
বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অ্যসোসিয়েশনটি যেহেতু অমৃত লাল দে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের, তারা নিজেদের মধ্যে চাঁদা তুলতে পারে। কিন্তু আমাদের মতো বাইরের মানুষদের কাছে চিঠি দিয়ে টাকা চাওয়াটা অনুচিত এবং অস্বস্তিকর।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, “টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে লিখিত অনুমতি নেওয়া হয়েছে। তবে চাঁদা তোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৌখিক বা লিখিতভাবে কিছু জানানো হয়নি।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন একাধিক শিক্ষার্থী। একজন লিখেছেন, “শহীদদের নামে এমন চাঁদাবাজি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করছে। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।”
অন্যদিকে, অমৃত লাল দে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইমন খন্দকার হৃদয় দাবি করেন, “আমরা কোনো ধরনের জোরজবরদস্তি করছি না। টুর্নামেন্টের বাজেট ৩০ হাজার টাকার বেশি। সেই প্রয়োজনেই শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে স্বেচ্ছায় সহায়তা চাওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে এর আগে শহীদদের স্মরণে কোনো খেলাধুলার আয়োজন হয়নি, এবারই প্রথম এমন কিছু করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) "শহীদ স্মৃতি শর্টপিচ টুর্নামেন্ট" আয়োজনের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে অমৃত লাল দে কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে ঘুরে ঘুরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে গণহারে চাঁদা তোলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয়ে আরও কয়েকজন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে গিয়ে একটি চিঠি ধরিয়ে দিয়ে আর্থিক অনুদান দাবি করছেন। এ দৃশ্য অনেক শিক্ষক ও কর্মকর্তাকে বিব্রত অবস্থায় ফেলে দেয়।
বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অ্যসোসিয়েশনটি যেহেতু অমৃত লাল দে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের, তারা নিজেদের মধ্যে চাঁদা তুলতে পারে। কিন্তু আমাদের মতো বাইরের মানুষদের কাছে চিঠি দিয়ে টাকা চাওয়াটা অনুচিত এবং অস্বস্তিকর।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, “টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে লিখিত অনুমতি নেওয়া হয়েছে। তবে চাঁদা তোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৌখিক বা লিখিতভাবে কিছু জানানো হয়নি।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন একাধিক শিক্ষার্থী। একজন লিখেছেন, “শহীদদের নামে এমন চাঁদাবাজি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করছে। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।”
অন্যদিকে, অমৃত লাল দে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইমন খন্দকার হৃদয় দাবি করেন, “আমরা কোনো ধরনের জোরজবরদস্তি করছি না। টুর্নামেন্টের বাজেট ৩০ হাজার টাকার বেশি। সেই প্রয়োজনেই শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে স্বেচ্ছায় সহায়তা চাওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে এর আগে শহীদদের স্মরণে কোনো খেলাধুলার আয়োজন হয়নি, এবারই প্রথম এমন কিছু করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin