গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে আসামির পরিবারকে জানাতে হবে

উপদেষ্টা পরিষদ কর্তৃক ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যা কার্যকর হলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় আনার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তাঁর পরিবার, বন্ধু অথবা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করানো বাধ্যতামূলক হবে।
এর ফলে কোনো অবস্থাতেই এই সময়সীমা ১২ ঘণ্টার অধিক নেয়া যাবে না।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্ত জানান। পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্যান্য কিছু সিদ্ধান্তের কথাও জানান।
বর্তমান সংবিধান এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর ২৪ ঘণ্টার মধ্যে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হয়। তাছাড়া, উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার ও স্বজনদের দ্রুত এ তথ্য জানাতে হবে।
নতুন সংশোধনী প্রস্তাবটি কার্যকর হলে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগের সময়সীমা উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যা ব্যক্তিগত অধিকার ও পারিবারিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।