প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:৪১ এ.এম
বজ্রপাতে যুবক কৃষকের মৃত্যু

শেরপুরের নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের মোজাকান্দা গ্রামে বজ্রপাতে সুজন (২১) নামে এক যুবক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সুজন মোজাকান্দা গ্রামের গরু ব্যবসায়ী ফয়জল মিয়ার দ্বিতীয় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট ২০২৫) দুপুরে সুজন পাওয়ার টিলার দিয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দী এলাকায় নিজ জমিতে হালচাষ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তা তার ওপর পড়ে। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
সুজনের এই আকস্মিক মৃত্যুতে পরিবারে ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin