গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ কাচারীপাড়া এলাকায় মধুমতি নদীর সাজেমের ঘাট থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহ শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হঠাৎ করে এমন একটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।