প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:২৬ এ.এম
খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ মির্জা ফখরুলের

বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, খায়রুল হক ছিলেন বাংলাদেশের "একজন বড় শত্রু", যিনি গুরুত্বপূর্ণ পদে থেকে রাষ্ট্র ও জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “খায়রুল হক এমন একটি পদে ছিলেন, যেখান থেকে দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তার কারণে দেশের অনেক বড় ক্ষতি হয়েছে।”
বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খায়রুল হকের দেওয়া সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ রায়ের মধ্যে বিস্তর ফারাক ছিল। “তার সংক্ষিপ্ত রায়ই রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী ছিল,” বলেন তিনি।
মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন, খায়রুল হকের বিরুদ্ধে একটি নিরপেক্ষ তদন্ত ও সঠিক বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। একইসঙ্গে তিনি জানান, সরকার অবশেষে যেকোনো পদক্ষেপ নিয়েছে, বিলম্ব হলেও তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin