প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ১:১৫ পি.এম
সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।
রবিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তব্যে এ এম শোয়াইব বলেন, ‘কার স্বার্থে সাম্যের খুনিকে এখনও শনাক্ত করা যাচ্ছে না, প্রশাসনের এই ব্যর্থতা অত্যন্ত দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। আমরা দ্রুত সময়ের মধ্যে মূল ঘাতকসহ জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
তিনি আরও বলেন, ‘বাকৃবিতে গঠিত তদন্ত কমিশনে ইতোমধ্যেই ১০৮টি অভিযোগ জমা পড়েছে। কিন্তু এখনও একটি অভিযোগেরও বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদল কঠোর অবস্থান নিতে প্রস্তুত।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin