ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শিক্ষাঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে একটি নাম—আকিব আল আজাদ। শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সরাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম। তিনি আনুষ্ঠানিকভাবে আকিবের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
আকিব বর্তমানে নরসিংদী জেলার আবদুল কাদির মোল্লা কলেজ থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এর আগে সে উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে আলোচনায় আসে। সেই কৃতিত্বের জন্যই তাকে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ নির্বাচিত করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, আকিব ‘ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মনসুর আলীর সন্তান। তার পারিবারিক পটভূমি বরাবরই শিক্ষাবান্ধব এবং সামাজিক উন্নয়নে সচেতন ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আকিবের এই অর্জন কেবল তার একার নয়, বরং পুরো উপজেলার গর্ব। এমন উদাহরণ অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আয়োজনটি ছিল শিক্ষার মর্যাদা ও প্রতিভার স্বীকৃতি প্রদানের এক দৃষ্টান্তমূলক উদাহরণ।
সরাইল উপজেলার শিক্ষাক্ষেত্রে এমন সম্মাননা স্থানীয় শিক্ষাব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত প্রকাশ করেন বিশিষ্টজনেরা।