শার্শা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শার্শা উপজেলা শাখার নবনির্বাচিত যুব বিষয়ক সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাসকে সম্মাননা জানাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, শার্শা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বেলা ১২টায় শার্শা উপজেলার বেনাপোল গোলদার ম্যানসনে সাংবাদিক সংস্থার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটি ছিল সাংবাদিক ও রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এইচ. এম. আবুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি আঃ জলিল। এ সময় সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাসকে অভিনন্দন জানানো হয়, যিনি এবার শার্শা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ‘গ্রামের সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আঃ মোন্নাফ। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক তথ্য পত্রিকার বেনাপোল প্রতিনিধি মোঃ মিলন খান, নিউজ ২১ আইপি টিভির যশোর জেলা প্রতিনিধি ও বিডি খবরের মফস্বল সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাধন।
আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা শরিফুল আলম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক নয়ন হালদার এবং বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীবৃন্দ—ডা. এনামুল কবীর, জিয়াউর রহমান জিয়া, হাসানুজ্জামান, ইব্রাহিম হোসেন, আজগার আলী, আবু সাইদ, হাবিবুর রহমান, মোঃ শওকাত আলী খাঁ, জসিম উদ্দিন, সাহাবুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, যুব সমাজকে নেতৃত্বের সঠিক পথে পরিচালনা করতে হলে রাজনৈতিক নেতাদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। সাংবাদিক সমাজ সবসময় গঠনমূলক রাজনৈতিক কর্মকাণ্ডকে স্বাগত জানায়। কামাল উদ্দিন বিশ্বাস যেন তার নতুন দায়িত্বে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এই সংবর্ধনা আয়োজন প্রমাণ করে সাংবাদিক সমাজ শুধু সংবাদ পরিবেশনে নয়, সমাজ উন্নয়নের অংশীদার হিসেবেও দায়িত্ব পালন করছে।