প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৭:৩৪ এ.এম
জাপানের সাথে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি ‘বিশাল বাণিজ্য চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই চুক্তির ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “আমি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি, জাপানের সঙ্গে। এটি সবার জন্যই ভালো একটি চুক্তি। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি সবসময় বলি— চুক্তিটা যেন উভয়পক্ষের জন্যই লাভজনক হয়।”
চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে জাপান ১৫ শতাংশ পাল্টা শুল্ক দেবে এবং মার্কিন গাড়ি, ট্রাক, চাল ও কৃষিপণ্য আমদানির জন্য তাদের বাজার উন্মুক্ত করবে।
জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তিনি হোয়াইট হাউসে গিয়ে আলোচনায় অংশ নিয়েছেন এবং “মিশন সম্পন্ন” বলে উল্লেখ করেছেন। চুক্তির বিস্তারিত জানার জন্য ওয়াশিংটনে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ১ আগস্টের মধ্যে চুক্তি না হলে জাপানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এপ্রিল মাসে তিনি আরও জানিয়েছিলেন, ২৪ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে, যা পরবর্তীতে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়।
এই পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের ঘোষিত “লিবারেশন ডে” নীতির অংশ, যার আওতায় বিভিন্ন বড় অর্থনৈতিক অংশীদারের ওপর একতরফা শুল্ক বসানো হয়। এতে বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা দেখা দেয়।
বর্তমানে জাপানসহ বহু দেশ থেকে আমদানি করা গাড়িতে যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তবে নতুন চুক্তির ফলে জাপানি গাড়ি নির্মাতাদের ওপর এই শুল্ক কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানের এনএইচকে জানিয়েছে, টয়োটা, নিশান ও হোন্ডার মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর বাড়তে শুরু করেছে। বুধবার সকালে জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ প্রায় ২ শতাংশ বেড়ে যায়।
চুক্তির এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রাজনৈতিক চাপে রয়েছেন। সদ্যসমাপ্ত নির্বাচনে তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) উচ্চকক্ষে নিয়ন্ত্রণ হারিয়েছে। এর আগেও দলটি নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। প্রধানমন্ত্রী ইশিবা সাংবাদিকদের বলেন, “আলোচনার ফলাফল সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, যতক্ষণ না আমরা চুক্তির বিস্তারিত ভালোভাবে খতিয়ে দেখি।”
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়া হবে এবং শিগগিরই আরও কিছু চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin