প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৭:২৪ এ.এম
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের স্বরণে মনোহরদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির স্থানীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে ধানের শীষ মার্কার মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তাঁর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া প্রার্থনা করেন।
উপস্থিত নেতারা বলেন, “এমন মর্মান্তিক দুর্ঘটনা পরিবার ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। নিহতদের আত্মার শান্তির জন্য আমাদের সবার উচিত তাদের স্মরণে দোয়া করা এবং আহতদের চিকিৎসায় সহায়তার হাত বাড়ানো।”
সবশেষে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় উপস্থিত সবার মধ্যে শোকের আবহ বিরাজ করছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin