প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ১১:০৬ এ.এম
শিক্ষার্থীদের দাবিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাহফুজ আলম তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এক পোস্টের মাধ্যমে সচিবকে প্রত্যাহারের বিষয়টি জানান।
গত ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হন। রাষ্ট্রীয় শোক দিবস ঘোষিত হলেও পরদিন এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনিশ্চয়তা শিক্ষার্থীদের ক্ষোভের জন্ম দেয়।
২২ জুলাই সকালে শিক্ষার্থীরা শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে, যাতে বহু শিক্ষার্থী আহত হন।
গত বছরের ১৪ অক্টোবর সিদ্দিক জোবায়েরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব দিয়েছিল সরকার। তবে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে সরিয়ে দেওয়া হলো।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত সরকারের দ্রুত প্রতিক্রিয়ার উদাহরণ। শিক্ষার্থীদের পরবর্তী দাবিগুলো—পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ, নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন—এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin