ব্রাক ব্যাংক” নবীনগর উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় দোয়া ও নিরবতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে ব্রাক ব্যাংকের নবীনগর উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুলাই ২০২৫) দুপুরে হাজী মার্কেটের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন ব্রাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চ এমডি বোরহান উদ্দিন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপশাখার ম্যানেজার মোঃ সুমন সরকার। এসময় বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট রিজিওনাল হেড রেজাউর রহমান, ক্লাস্টার হেড কেএম আব্দুল্লাহ আল সালাম, ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ ম্যানেজার এম এ সোজা আলী, নরসিংদী ব্রাঞ্চের এমডি নজরুল ইসলাম, মনোহরদী ব্রাঞ্চের এমডি মাহবুবুর রহমান, কসবা ব্রাঞ্চের এমডি শফিউল্লাহ, ভৈরব ব্রাঞ্চের ম্যানেজার সাজ্জাদ হোসেন, আশুগঞ্জ ব্রাঞ্চের জিএম গোলাম হায়দার এবং সিনিয়র ম্যানেজার এসবিএম সাইম হোসেন। বক্তারা নবীনগরের ব্যবসায়ী সমাজ ও সাধারণ গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রাক ব্যাংক সবসময় গ্রাহকদের সেবায় অঙ্গীকারবদ্ধ। নবীনগরে নতুন শাখা চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা সহজেই ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এসময় বক্তারা নবীনগরের ব্যবসায়ীদের এই ব্যাংকের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ এনামুল হক কুতুবী। এরপর উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।