প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ১০:৫২ এ.এম
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে সাধারণ শিক্ষার্থী ও এইচএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটি ও দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সাম্প্রতিক ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “গতকালের দুর্ঘটনার ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। এ ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা কেবল পরীক্ষা স্থগিত চেয়েছিলাম, কিন্তু শিক্ষা উপদেষ্টা তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন।”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের দায়িত্বহীন আচরণ এবং কার্যকর পদক্ষেপের অভাবে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। “লাশের সঠিক সংখ্যা প্রকাশ করা হোক এবং যারা দায়িত্বে থেকেও নীরব ছিলেন, তাদের পদত্যাগ করতে হবে”—বক্তব্যে এমন দাবি তোলেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষা খাতের সংস্কারের নামে সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বিপর্যস্ত করছে। তারা দ্রুত পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
বিক্ষোভ চলাকালে রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল—“দায়িত্বজ্ঞানহীন শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই”, “শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই” ইত্যাদি।
রাজবাড়ীর স্থানীয় সচেতন মহল মনে করছে, সাম্প্রতিক দুর্ঘটনা ও শিক্ষা খাতের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে জাতীয় আলোচনার প্রেক্ষাপটে এই বিক্ষোভ আন্দোলন আরও ছড়িয়ে পড়তে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin