ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও অপপ্রচার এবং মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুল বারি (জুরু মিয়া)। সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আজিজসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, “আমরা নির্বাচন চাই, পিআর পদ্ধতি বুঝি না। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেউ চাঁদাবাজিতে জড়িত নয়। তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হলে আমরা তা সহ্য করব না।” তারা সরকারের বিরুদ্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অভিযোগ এনে মিটফোর্ড হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।