প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ১০:০৪ এ.এম
আলেক চাচার পাশে দাঁড়ান — জীবিকা হারিয়ে বিপদে সদা হাস্যোজ্জ্বল মানুষটি

মানবিক প্রতিবেদন: শীতের রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা আশপাশের পথ যখন নিস্তব্ধ হয়ে যেত, তখনও এক কোণে আলো জ্বালিয়ে বসে থাকতেন আলেক চাচা।
তাঁর ছোট্ট চায়ের দোকানের এক কাপ চা যেন হয়ে উঠেছিল আমাদের ক্লান্ত সন্ধ্যার শ্রেষ্ঠ সঙ্গী। শুধুই চা নয়—ছিল আন্তরিকতা, ছিল সহানুভূতির পরশ।
আজ সেই চাচা জীবনের কঠিন এক সময় পার করছেন।
চায়ের দোকান বন্ধ হয়ে যাওয়ার পর জীবন চালাতে চাচা শুরু করেন ভ্যান চালানো। কিন্তু দুর্ভাগ্যবশত, গত শুক্রবার (১৬ মে) তাঁর শেষ সম্বল, একটি ভ্যান চুরি হয়ে যায় হলরোড এলাকা থেকে। এতে করে তাঁর একমাত্র আয়ের উৎসও বন্ধ হয়ে গেছে।
চাচা এখন এক অসহায় পরিস্থিতিতে
চাচা বর্তমানে পরিবারের ভরণ-পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন। ভ্যান কেনার মতো আর্থিক সঞ্চয়ও তাঁর নেই। জীবনের এই চরম সংকটে তিনি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছে আবেদন জানিয়েছেন, যেন তাঁরা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান।
আমরা কি পারি না তাঁর পাশে দাঁড়াতে?
যিনি একসময় গরম চায়ের কাপ হাতে আমাদের পাশে দাঁড়াতেন নিঃস্বার্থভাবে, আজ আমাদের উচিত সেই ঋণ কিছুটা হলেও শোধ করা। মানবিকতা, সহানুভূতি আর কৃতজ্ঞতার জায়গা থেকেই আসুন আমরা এগিয়ে আসি।
যারা সাহায্য করতে চান, নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন—
আলেক চাচা: ০১৯২৫৬৩৮০৯৪
আখিরুল (চাচার ছেলে): ০১৯১৬১১৫১৮৬
একটি নতুন ভ্যান চাচার জীবনে ফিরিয়ে আনতে পারে হাসি, ফিরিয়ে আনতে পারে সম্মানের সাথে জীবন চালানোর সুযোগ। আপনার ছোট একটি সহায়তা হতে পারে তাঁর জন্য নতুন ভোরের শুরু।
প্রতিবেদক- মাহফুজ আহমেদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin