সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির ৯ নেতার অব্যাহতি প্রত্যাহার

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির স্থগিত হওয়া ৯ জন নেতার অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এবং স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য আব্দুল হক স্বাক্ষরিত দলীয় প্যাডে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ ঘোষণার পর দিরাই উপজেলা ও পৌর বিএনপির মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, যাদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে তারা হলেন—দিরাই পৌর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, উপজেলা বিএনপির তৎকালীন সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান লাল মিয়া, উপজেলা বিএনপির তৎকালীন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রতন কুমার তালুকদার, করিমপুর ইউনিয়ন বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক পংকজ দাস, দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দুর রহমান তালুকদার, মো. নাছির উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এহিয়া আহমদ লিটন এবং চরনারচর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তপু রায়হান।
দলীয় সূত্রে জানা গেছে, গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে এই ৯ জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে তারা পরে দলের নিয়ম-নীতি মেনে চলা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় কেন্দ্রীয় নির্দেশে তাদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে দিরাই বিএনপির নেতাকর্মীরা বলেন, “এই সিদ্ধান্ত সংগঠনের অভ্যন্তরীণ বিভেদ কমিয়ে ঐক্য গড়তে সাহায্য করবে। আমরা বিশ্বাস করি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং নির্বাচনী প্রস্তুতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিরাইয়ে বিএনপির এই সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে আস্থা পুনর্গঠন এবং কর্মীদের একত্রীকরণে সহায়তা করবে। সংগঠনের ভিতরকার অভ্যন্তরীণ সংকট নিরসনে এটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এ ঘোষণার পর পুনর্বহাল হওয়া নেতাদের অনেকেই দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্থানীয় নেতারা মনে করছেন, বিএনপির সাম্প্রতিক সাংগঠনিক পুনর্বিন্যাস দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।