প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১২:৪৫ পি.এম
ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই, ভোটগ্রহণ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই। তবে ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ এখনো জানানো না হলেও আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক আলোচনা সভা শেষে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন এবং বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি, সময়সূচি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “ছাত্র সংগঠনগুলোর মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু হবে। আগামী ২৯ জুলাই তফসিল প্রকাশ করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।”
এদিকে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে—এমন খবরে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই কার্যকর ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিতের লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতির ওপর জোর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। করোনা মহামারিসহ বিভিন্ন প্রশাসনিক জটিলতায় পরবর্তী নির্বাচন দীর্ঘদিন পিছিয়ে যায়। নতুন তফসিল ঘোষণার মধ্য দিয়ে আবারও কার্যকর ছাত্র সংসদ গঠনের পথ উন্মুক্ত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin