প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৮:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১২:৪৩ পি.এম
মা-মেয়ে হত্যাকাণ্ডে তিনজনের মৃত্যুদণ্ড

রাজধানীর কদমতলী এলাকায় মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে শ্বাসরোধ করে হত্যার মামলায় সৎ ছেলে সহ তিনজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রোববার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রতিজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আল আমিন, মো. মিরাজ মোল্লা ও নুর আলম।
রায় ঘোষণার সময় আল আমিন ও মিরাজকে কারাগার থেকে আদালতে আনা হয়। রায় শেষে সাজা পরোয়ানা জারি করে তাঁদের পুনরায় কারাগারে পাঠানো হয়। তবে নুর আলম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
মামলার অভিযোগপত্রে বলা হয়, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ২০১০ সালের ৮ মে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে গলা টিপে ও হাত-পা বেঁধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মনির হোসেন কদমতলী থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১০ সালের ৩১ আগস্ট গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ৮ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin