কাঁঠালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে ইউনিয়নের সাতানী বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরা হয়।
মিছিলে তত্ত্বাবধান করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম আজম সৈকত। তিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
সমাবেশে নেতারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমান তাঁদের প্রাণ ও প্রেরণা। তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও কটূক্তি বরদাশত করা হবে না। ফ্যাসিবাদবিরোধী সব সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে নেতারা সতর্ক করে বলেন, দলের ভিতরে কেউ আওয়ামী লীগ বা তাদের দোসরদের সহায়তা করলে তাকে রাজাপুর-কাঁঠালিয়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিহত করা হবে।
বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির, মহিলা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি লীনা পারভীন, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলম সিকদার, যুবদল সভাপতি নাজমুল হাসান রুবেল, কৃষকদল নেতা আব্দুল বারেক হাওলাদার, শ্রমিক দল সভাপতি কালাম জোমাদ্দারসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।