নোয়াখালীর চাটখিলে জুলাই-আগস্টে প্রাণ হারানো শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্দেশনায় উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ, সাইফুল আজম জগলু, পৌরসভা যুবদলের নেতা মাহবুবুর রহমান জুয়েল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু। এছাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া লল্টু, উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ইয়াসিন আরাফাত মিলন, ফখরুল ইসলাম প্রান্ত, দেলোয়ার হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সাদেক। তিনি শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অম্লান থাকবে এবং তাঁদের রক্ত বৃথা যাবে না।