গোপালগঞ্জে কারফিউ শিথিল হলেও জনমনে আতঙ্ক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের পর জারি হওয়া কারফিউ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়। তবে শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ, লঞ্চঘাট ও বাজারগুলোতে লোকজনের উপস্থিতি সীমিত ছিল। জরুরি প্রয়োজনে কিছু মানুষ ঘর থেকে বের হলেও সাধারণ মানুষের মধ্যে ভীতি এখনও কাটেনি।
নিরীহ শ্রমিকদের গ্রেফতারের অভিযোগ বিসিক শিল্পনগরীর ভাই ভাই বেকারির ম্যানেজার অভিযোগ করেন, নিরীহ শ্রমিকদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। এক গৃহিণী বলেন, “তিন দিন পর বাজার করতে এসেছি, পণ্যের দাম বেড়েছে।” একজন অটোবাইক চালক জানান, কারফিউর কারণে কয়েকদিন আয় বন্ধ ছিল, এখনো তেমন যাত্রী নেই।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার জানান, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং অভিযানে যেন নিরপরাধ কেউ ভোগান্তির শিকার না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। এদিকে, রাত ৮টা থেকে পুনরায় কারফিউ বলবৎ করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।