প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৫:১৫ এ.এম
‘শহীদ জিয়া ও তারেককে কটুক্তি করলে কঠোর হবে বিএনপি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। শনিবার দুপুরে বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতারা এ হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শহরের সাতমাথা এলাকায় নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বক্তারা বলেন, “অবিলম্বে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, নইলে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।”
বিক্ষোভে আরও অংশ নেন জেলা বিএনপির সহ সভাপতি আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহমেদ রুবেল, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, দেশের একটি গোষ্ঠী রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে চায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin