জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি অম্লান রাখতে রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী উদ্যোগ—‘এক শহীদ, এক বৃক্ষ’। শহীদদের স্মরণে বৃক্ষরোপণের এই কর্মসূচি জেলার নানা মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (১৯ জুলাই) সকালে রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ খুশি রেলওয়ে মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্যরা, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা শহীদদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার মাধ্যম নয়, এটি শহীদদের স্মৃতিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখার এক অনন্য প্রতীক।
রাজবাড়ীতে কর্মসূচির মাধ্যমে প্রতিটি শহীদের নামে একটি করে গাছ রোপণ করা হয়েছে। এতে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন। জেলা প্রশাসক সুলতানা আক্তার তার বক্তব্যে বলেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে। আগামী দিনে রাজবাড়ীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করতে এ কর্মসূচি নিয়মিত চালু থাকবে।”
রাজবাড়ীর স্থানীয় জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এমন কর্মসূচি সমাজকে অনুপ্রাণিত করবে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করবে।